সূর্য্য চক্রবর্তী, বাগেরহাট জেলা প্রতিনিধি :
কচুয়ায় স্বপ্ননীল আইটি ফার্ম নামে এনজিও প্রতারনা করে কোটি টাকা আত্মসাতের ৩ মাস অতিবাহিত হয়েছে।
গত (২৬ আগস্ট) প্রতারক স্বপ্ননীল আইটি ফার্মের মুলহুতা হাজরা মঈনুল ইসলাম শুভ কচুয়া থেকে পালিয়েছে।
এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী গত (২৮ আগস্ট) শুক্রবার হাজরা মঈনুল ইসলাম শুভ (১৯), তার মা জেসমিন বেগম (৩৫) ও তার বাবা মুকুল হাজরা (৪০) কে বিবাদী করে কচুয়া থানায় লিখিত অভিযোগ করে।কিন্তু র্দীঘ ৩ মাস অতিবাহিত হয়েছে মেলেনি অর্থের হুদিস, এই নিয়ে ভুক্তভোগীদের মাঝে সংকোচ রয়েছে।
প্রতারক স্বপ্ননীল আইটি ফার্মের মুলহুতা মঈনুল ইসলাম শুভর সন্ধান মিললেও তেমন কোন আইনগত ব্যাবস্থার প্রতিফলন ঘটছেনা।
অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় ,কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মুকুল হাজরার ছেলে হাজরা মঈনুল ইসলাম শুভ(১৯) স্বপ্ননীল আইটি ফার্ম নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক ও তার মা জেসমিন বেগম(৩৫) পরিচালক পরিচয় দিয়ে প্রতি লাখে ৩৭৫০ টাকা লভ্যাংশ দেওয়ার কথা বলে কচুয়ার নিরীহ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করে।
প্রত্যক্ষ সুত্রে জানা যায় হাজরা মঈনুল ইসলাম শুভ ও তার মা জেসমিন বেগম বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছে সময় চেয়ে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে প্রতিফলন ঘটছে না, এই ব্যাপারে ভুক্তভোগিদের মাঝে সংশয় রয়েছে।
ভুক্তভোগী নওরোজ শিকদার বলেন, প্রতারক হাজরা মঈনুল ইসলাম শুভ টাকা ফেরত দেওয়ার ব্যাপারে জনপ্রতিনিধিদের কাছে সময় নিয়ে আশ্বাস দিলেও টাকার সন্ধান মেলেনি এখনো,তিনি আর বলেন যাতে কষ্টে উপার্জিত টাকা ফেরত পায়,এই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ গ্রহন করবে বলে জানিয়েছে।
উল্লেখিত ভুক্তভোগী মো. এমদাদুল হক বলেন খুবই তারাতারি আইনের সরণাপন্ন হবে। যাতে আইনের আওতায় এসে বিচারের সম্মুখিন হয়ে আত্মসাতের টাকা ভুক্তভোগীদের মাঝে ফিরিয়ে দেয়।
অন্যান্য ভুক্তভোগীদের একটায় দাবি তাদের কষ্টে উপার্জিত টাকা অতিসত্তে যাতে ফিরে পায়, এই ব্যাপারে প্রশাসনের সরনাপন্ন হবে বলে জানান তারা।
Leave a Reply