মোঃ শফিকুল ইসলাম রকিব(দিনাজপুর)প্রতিনিধিঃ
ধান-আলুবীজ সহ সকল শস্যবীজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, পর্যাপ্ত ধান ক্রয় করে সারা বছর শ্রমজীবি-নিম্ন আয়ের মানুষদের স্বল্পমূল্যে রেশন সরবরাহ, বেকারদের চাকুরী এবং শ্রমজীবিদের প্রতিদিনের কাজ নিশ্চিত করার দাবীতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট খানসামা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনু্ষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী পাঠচক্র ফরম দিনাজপুর জেলা সমন্বয় এসএম মনিরুজ্জামান,কৃষক নেতা মান্নান,সাইফুল সরকার,অমিত্য শর্মা প্রমুখ।
বক্তারা ধান ও আলু বীজের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন এবং বিএডিসি সচল করে সরকারি উদ্যোগে বীজ-সার-কীটনাশক স্বল্পমূল্যে সরাসরি কৃষকদের মাঝে সরবরাহের দাবী করেন। তারা চলতি মওসুমে পর্যাপ্ত ধান ক্রয় করে সরকারি মজুদ বাড়ানো এবং সারা বছর শ্রমজীবি-নিম্ন আয়ের মানুষদের মাঝে ১০ টাকা কেজি চাল সরবরাহের দাবী জানান।
করোনা সংক্রমণ বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন ফ্রি করোনা পরিক্ষা সহ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
সেইসাথে নেতৃবৃন্দ সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে ২৭ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ক্ষেতমজুর দিনমজুরদের সারা বছর কাজ, সকল বেকারের চাকুরী, স্বল্পমূল্যে রেলিং চালু, বন্ধ পাটকল সরকারি উদ্যোগে চালুসহ ১০ দফা দাবিতে চলমান দাবিপক্ষ সফল করার জন্য এবং বর্তমান ভোট ডাকাতির অবৈধ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসন, দমন-পীড়ন, সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক কৃষক মেহনতী মানুষের নিজস্ব দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।
Leave a Reply