গ্রামের মধ্যেই অপূর্ব সৌন্দর্যের মসজিদ
মোঃ শফিকুল ইসলাম (রকিব) দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ি ইউনিয়নের মধ্যে ৬ নং ওয়ার্ডে (চকসাকোয়া) নামে এই ছোট্ট একটি গ্রামে অবস্থিত এই ছোট্ট অপূর্ব সৌন্দর্যের অধিকারি মসজিদটি,
মসজিদটির কাজ শুরু করা হয় গেলো রমজান মাসের শুরুর দিক থেকে, মসজিদের জামায়াত সংখ্যা হলো চল্লিশ টা বাড়ি,
এই ছোট্ট গ্রাম টিতে বসবাস করে হিন্দু মুসলিম সহ প্রায় এক হতে দেড়শো টা পরিবার, তবে এরা সবাই বেশিরভাগেই মধ্যবিত্ত, তবে এদের মধ্যেই কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও রয়েছে, আবার গরিব ও রয়েছে,
তবে এই জামায়াতের চল্লিশ টা বাড়ির মধ্যে কয়কেটি পরিবার বাদে সবাই গরিব ও মধ্যবিত্ত,তাই এই মসজিদের নির্মাণ করার পর্যাপ্ত টাকা না থাকায় মসজিদটির কাজ ধীরে ধীরে করা হচ্ছে, তবে মসজিদের কথা ভেবে অনেকেই এগিয় আসছে আর্থিক সহযোগিতা করার জন্য, তাই মসজিদটির কাজ আরো দ্রুতভাবে এগিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত মসজিদটির ভেতরের কাজ সম্পূর্ণ হয়েছে এবং বাইরের কাজ করা হচ্ছে,
এমনকি মসজিদের একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে যেটির সদস্য সংখ্যা প্রায় বিশ হতে ত্রিশ জন, তার মধ্যে উল্লেখ্য কয়েকজন হলো,
মসজিদের ইমাম হলেন মোঃ আবু সুফিয়ান বি.এ ( অনার্স ) এম. এ ফাস্ট ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়,
ময়াজ্জেম, মোঃ একরামূল হক্,
সভাপতি, মোঃ আলতাফ আলী, (ব্যবসায়ী )
মোঃ শামসুল ইসলাম, (সমাজ সেবক)
কেশিয়ার, মোঃ আশরাফুল ইসলাম, (ছাত্র) আরো অনেকি আছেন।
মসজিদের সভাপতি ও ইমাম বলেন, আমাদের গ্রামটা যেহুতু মধ্যবিত্তের এবং এই সময় টাতে আর্থিক সমস্যা সবারি আছে তাই আর্থিক সমস্যাই আমরা এই কাজটা ধীরে ধীরে সম্পূর্ণ করতেছি, তবে আগামী এক হতে দুই বছরের মধ্যেই কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী, ইনশাআল্লাহ্
Leave a Reply