আছিফুর রহমান জুয়েল
ভোলা জেলা প্রতিনিধি।
দ্বীপ জেলা ভোলার সুনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লালমোহন উপজেলার ডাওরী হাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাঃ মো আনোয়ার হোসেনের প্রচেষ্টায় অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনা করছেন শিক্ষকবৃন্দ।
বিশ্বের করোনাভাইরাস প্রাদুর্ভাবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নীরব হয়ে যায়। ছাত্রছাত্রীরা তাদের পড়ালেখায় অমনোযোগী হয়ে যায়।
শিক্ষা কার্যক্রম টিকিয়ে রাখার জন্য, সরকারি বিধি নিষেধ মান্য করে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে, এক ঝাঁক শিক্ষকমন্ডলী ধারা শিক্ষার্থীদের শিক্ষায় মনযোগ হওয়ার জন্য কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে।
ডাওরী মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায়, ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমাদের শিক্ষক মন্ডলী ধারা অনলাইন ভিত্তিক ক্লাস চালিয়ে যাচ্ছি।
অনলাইন ভিত্তিক ক্লাব পরিচালনায় রয়েছেন ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা আবু তাহের হোসেন,মাওলানা শিহাব উদ্দিন,মাওলানা বশির উল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা ফজলুল হক, কম্পিউটার শিক্ষক মাহমুদুল হাসান, সাইফুল ইসলাম, মাওলানা খোরশেদ আলম, আলী আকবর, ইউসুফ স্যার, মৃণাল কান্তি দাস, সহ আরো অনেক শিক্ষকবৃন্দ।
Leave a Reply