দিনাজপুরের খানসামায় নিজ ভাগ্নিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
খানসামা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার টঙ্গুয়া গ্রামের মাদারডাঙ্গা এলাকায় তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার সোনা মিয়া (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারী ৩৫ বছরের অসহায় নারী সোনা মিয়ার রক্তের সম্পর্কে ভাগিনী বলে জানা গেছে।
এই ঘটনায় ওই নারী সোমবার রাতে সোনা মিয়ার নামে খানসামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই নারী অভিযোগ করে বলেন, ‘গত ১৬ ডিসেম্বর আমার স্বামী বাড়িতে না থাকায় আমি এশার নামাজ আদায় করার জন্য অজু করে নামাজ পড়ার জন্য ঘরে ঢুকব এমন সময় সোনা মিয়া পিছন থেকে অতর্কিতভাবে দৌড়ে এসে আমাকে ঝাপটে ধরে এবং এক হাত দিয়ে মুখ চেপে ধরে। আমার মুখ চেপে ধরে আমাকে চুপ থাকতে বলে। মুখ চেপে ধরে আমাকে ঘরের ভেতরে টেনে হেচরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টায় আমার শরীরের কাপড় ছিড়ে ফেলে।
ওই নারী আরও বলেন, ‘আমাকে ধর্ষণের চেষ্টা করলে আমি সোনা মিয়ার হাতে কামড় দেই এবং চিৎকার চেচামেচী শুরু করি। আমার চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসলে সোনা মিয়া ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন,,এঅভিযোগ পাওয়ার পর তদন্তাধিন রয়েছে।
এ ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।
Leave a Reply