মোঃ সাইফুল ইসলাম জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ
ভোলা-লালমোহন উপজেলার রমাগন্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে ৪ নভেম্বর বুধবার বিকেলে রমাগন্জ ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন লালমোহন উপজেলা রমাগন্জ ইউনিয়ন শাখা আয়োজনে মটরসাইকেল ও বাইসাইকেল রেলী করে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা নিয়ে বিশ্ব নবীর অপমান, সহিবে না’রে মুসলমান। মাইক্রোর দুই গালে, জুতা মারো তালে তালে। ফ্রান্সের পণ্য মুসলমানদের জন্য, বয়কট করতে হবে। এই শ্লোগানকে সামনে রেখে ফ্রান্সের সরকারী পৃষ্ঠপোষকতায় দোজাহানের বাদশা, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন লালমোহন উপজেলা রমাগন্জ ইউনিয়ন শাখা নেতৃবিন্দ।
বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন লালমোহন উপজেলা রমাগন্জ ইউনিয়ন শাখা সভাপতি মোঃসজিব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন লালমোহন উপজেলা রমাগন্জ ইউনিয়ন শাখা সহ-সভাপতি মোঃহাসান, সাধারন সম্পাদক নাজমুল হাসান। বিক্ষোভ মিছিলটি রায়চাঁদ বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে কর্তারহাট বাজার প্রদক্ষিণ করে মিছিল শেষ হয়।
মিছিল শেষে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন লালমোহন উপজেলা রমাগন্জ ইউনিয়ন শাখা নেতৃবৃন্দসহ স্থানীয় তৌহিদী জনতা ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোর পুত্তলিকা করে এবং বিশ্বনবীর প্রেমিকগন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাপ্তি করা হয়।
Leave a Reply