বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের মৃত আব্দুর রব বেপারীর অসহায় কন্যা মিম খানমের (২৯)জীবন কাহিনীর কথা ১৭ ডিসেম্বর উপজেলা আওয়ামী-লীগ দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে শোনেন বরিশাল ০২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ শাহে আলম।
পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই মিমের ‘মা’ দ্বিতীয় স্ত্রী রুশিয়া বেগমকে তালাক দেন পিতা আব্দুর রব বেপারী। জন্মের পর থেকেই মিম পিতার আদর যত্ন, বাবা ডাকা ও কাছে না পাওয়ায় অভাব-অনটনে দুবেলা দুমুঠো খেয়ে না খেয়ে জীবনের সাথে যুদ্ধ করে এসএসসি পাশ করে
মিমের পিতা আব্দুর রব বেপারীর তেতলা গ্রামের প্রভাবশালী ও অঢেল সম্পত্তির মালিক ছিলেন।
আব্দুর রব বেপারীর প্রথম স্ত্রী খোদেজা বেগমের রয়েছে দুই ছেলে ও দুই মেয়ে আব্দুর রব বেপারী বার্ধক্য কারণে মৃত্যু বরণ করলে বিষয়সম্পত্তি ভোগ দখল করে প্রথম পক্ষের স্ত্রী সন্তানরা,
তবে মিম সাবালিকা হলে তার পিতার সম্পত্তির অংশভাগ ফিরে পেতে এলাকার আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যানের দ্বারস্থ হয়। কয়েক বছর আগে তখন তারা গ্রাম্য সালিশির মাধ্যমে তার পিতার সম্পত্তি থেকে ১৯ কাঠা জমি ভোগদখল দেয় অসহায় মিম খানমকে।
তবে সঠিক জন্মসনদ থেকে ভুলবশত ভোটার আইডিতে বয়সের ব্যবধান হওয়ায় এই সুযোগকে কাজে লাগায় আব্দুর রব বেপারীর প্রথম পক্ষের ছেলে মো. ফারুক ও সেলিম পূনরায় জায়গাজমি থেকে মিমকে বঞ্চিত করে।
আব্দুর রব বেপারীর প্রথম পক্ষের ছেলে মো. ফারুক ও সেলিম বলেন, মিমের জন্মের কয়েক বছর আগেই তার পিতা দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন মিমের ভোটার আইডি থেকে সেটাই বোঝা যাচ্ছে। তবে ভুক্তভোগী মিম ইউনিয় পরিষদ থেকে ওয়ারিশ সার্টিফিকেটের আবেদন করেন এবং ইউনিয়ন পরিষদ তদন্ত করে ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করে তাতে মিমের নাম উল্ল্যেখ থাকে।
প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের উপস্থিতিতে মাননীয় সংসদ সদস্য মো. শাহে আলম কাগজপত্র যাচাই বাছাই করেন এবং দুই পক্ষের কথা শোনেন। পরে সিদ্ধান্ত নেন মিমের ডিএনএ টেস্ট করার কথা। তখন প্রথম পক্ষের ছেলে মো. ফারুক ও সেলিম তার এলাকার ইউপি সদস্যের সাথে কথা বলে মিমকে সম্পত্তি পূনরায় ফিরিয়ে দিবেন বলে এমপি মহোদয়কে জানান।
অসহায় মিম খানমের স্বামী মো. রেজাউল পেশায় শ্রমিক তাদের দুটি সন্তান রয়েছে বর্তমানে তারা ভাড়ায়কৃত বসতঘরে বসবাস করে তাই মাননীয় সংসদসদস্য শাহে আলম তাদেরকে একটি নতুন ঘর করে দেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন।
মিম ও তার মা রুশিয়া বেগম মহান আল্লাহর’র কাছে মাননীয় সংসদসদস্য মো. শাহে আলমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আবেগাপ্লুত হয়ে পরেন
Leave a Reply