শেখ সোহেল (সদর বাগেরহাট) ও সূর্য্য চক্রবর্তী, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট প্রেসক্লাবের বার্ষিক সাধারন নির্বাচন গত ২১ নভেম্বর শনিবার প্রেসক্লাব মিলনায়তনে ২৫ জন প্রেস সদস্যর দ্বারা নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে প্যানেলে সর্বাধিক ভোট পেয়ে নীহার-সিরাজ-বাকী পরিষদের সকল সদস্য নির্বাচিত হয়েছেন।
এর আগে সাধারন সম্পাদক পদে আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী এবং অর্থ সম্পাদক পদে মোল্লা মাসুদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
এই নির্বাচনে ১৪ টি পদের মধ্যে সাধারন সম্পাদক ও অর্থ সম্পাদক বাদে বাকী ১২ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে নীহার রঞ্জন সাহা,সহ সভাপতি পদে মুক্তিযোদ্ধা নকীব সিরাজ,সহ সাধারন সম্পাদক পদে শেখ আজমল হোসাইন,গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন,তথ্যও প্রযুক্তি সম্পাদক পদে তরফদার রবিউল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজ ও নির্বাহী সদস্য পদে যথাক্রমে অধ্যাপক মাহাফিজুর রহমান মাহফুজ,মোঃ ইয়ামিন আলী, ফকির হাসান আলী,মো: দেলোয়ার হোসেন,মো: শামসুর রহমান, এবং ইসরাত জাহান প্রত্যেকে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করে।
নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন,প্রধান নির্বাচন কমিশনার শেখ আহসানুল হক ও সহকারী নির্বাচন কমিশনার অলিপ ঘটক।
এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশন সহ সাংবাদিক বৃন্দদের ধন্যবাদ জানিয়েছে সুশিল সমাজের ব্যাক্তিবর্গ ও বাগেরহাট জেলার সকল উপজেলা মিডিয়ায় কর্মরত সকল সংবাদ কর্মীগন।
Leave a Reply