“আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জ্যোসনাটা আরো সুন্দর, সন্ধাটা আগুন লাগা””
আজকের পৃথিবী তোমার জন্য ভোরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষন হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনায়——
আজ জন্মদিন তোমার”
হ্যা আজ বানারীপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম আকবর সরদার’র একমাত্র কন্যা আতকিয়া আবিবা’র ৫ম জন্ম বার্ষিকী। এই দিনে বাবা মায়ের মুখ আলো করে মায়ের কোল জুড়ে পৃথিবীকে আসে আবিবা। আজ এস এম আকবর সরদারের নিজ বাড়ি সরদার বাড়িতে ঘরোয়া পরিবেশে মেয়ের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করা হয়। বাবা মা তাদের মেয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। তাদের মেয়ে যেন জীবনে মানুষের মত মানুষ হতে পারে এবং বাবা মায়ের মুখ উজ্জল করতে পারে। আপনারা সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন।
Leave a Reply