মাসুদ রানা,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গতকাল রবিবার রাত ৯ ঘটিকার সময় মহিউদ্দিন কালু((৩৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ পুলিশ উদ্ধার করেছে স্থানীয় থানার পুলিশ।
সংবাদকর্মীরা সরেজমিনে গিয়ে জানাযায়, সুত্র মহিউদ্দিন কালু নামের এ ব্যক্তি স্থানীয় সর্দার বাড়ির মৃত সিরাজুল ইসলাম মিন্টুর পুত্র। গতকাল সন্ধ্যায় সে নিজ ঘর হতে বাইরে বের হলে রাত নয়টার দিকে নিজ বাড়ির দরজার পাশের পুকুর পাড়ে তার গলাকাটা লাশ পড়ে থাকার সংবাদ আসে।মহিউদ্দিনের স্ত্রীর দাবি পুর্ব শত্রুতার জের ধরে বাশার, তানভির, নুরুল ইসলাম সর্দার ও মাহাবুবুল আলম সর্দার তার স্বামীকে খুন করতে পারে।এর আগেও তারা মহিউদ্দিন কালুকে তারা হত্যার হুমকি দিয়েছিলো।
বোরহানউদ্দিন থানা পুলিশ গলাকাটা লাশ উদ্ধার করে আজ সোমবার ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
মহিউদ্দিন কালু পেশায় একজন কবিরাজ। তার অন্তঃসত্তা স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
উল্লেখ্য, কাচিয়া ইউনিয়নে প্রতি ওয়ার্ডে কথিত জ্বীন ব্যবসা এবং মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের জমজমাট বাণিজ্য চলছে। যে একসময় সাধারণ দিনমজুর বা, বেকার ছিলো সে এখন লাখ লাখ টাকার মালিক। অনেকেই বহুতলা ফাউন্ডেশন দিয়ে করেছে চাকচিক্য বাড়ি করেছে। এদের দুঃসহ দাপট ও আধিপত্য বিস্তারের দৌরাত্মে এলাকায় বেড়েছে খুনখারাবিসহ নানা অপরাধ।
Leave a Reply