ব্রাম্মণবাড়ীয়া নাসিরনগরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন করেন মাননীয় সংসদ সদস্য বি এম মোঃফরহাদ হোসেন সংগ্রাম এম পি।
মোঃ মোশারফ হোসেন-প্রতিনিধি নাসিরনগর উপজেলা।
ব্রাম্মণবাড়ীয়া নাসিরনগরে শারিরীক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন করা হয়েছে,
মঙ্গলবার ১৫ই ডিসেম্বর সকালে স্থানীয় অফিসার্স ক্লাব চত্বরে স্থানীয় সংসদ সদস্য বি এম মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম প্রধান অতিথি হিসেবে ১৫ জন অস্বচ্ছল শারিরীক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরন করেন।
উদ্বোধনী অনুস্টানে উপজেলা নির্বাহি অফিসার নাজমা আশরাফীর সভাপতিতে ও সমাজসেবা অফিসার মোঃ আবুল খায়েরের সন্ঞালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন রাফি,
সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যেন সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ,।
মাননীয় এম পি সংগ্রাম হোসেন এর কেত্রে প্রধান মন্ত্রীর অনেক আস্থাভাজ বিস্বাষ আছে বলে আজ নাসির নগরে এতো উন্নয়ন,মানুষের সমাজ সেবায় এগিয়ে যাচ্ছেন বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি, উন্নয়নের ঢল পরেছে নাসির নগরে জানিয়েছেন এলাকা বাসি।
প্রতিবন্ধী ও এলাকার মানুষের বলেন আমরা সবাই দোয়া করি এম পি সংগ্রাম এর জন্য আমরা আছি আপনার সাথে,আরো বলেন আমরা সব সময় এম পি সাহেব কে আমাদের পাশে দেখতে চাই,।
১৩নং ধরমন্ডল ইউনিয়নের তারুন্যের অহংকার সমাজ সেবক.সত্যের পথে অন্যয়ের বিরুধ্যে সাহসী লরাকু সৈনিক যুবলীগ নেতা জুয়েল রানা বলেন,যতোদিন আমাদের এম পি সংগ্রাম ভাই আছে এবং যতোদিন আমাদের আওয়ামীলীগ সরকার আছে ততোদিন আমরা মনপ্রান দিয়ে যতাজত দেশের উন্নয়ন ও গরিব দুখ্যি মানুষের পাশে আছি ইনশা আল্লাহ।
ধরমন্ডল ইউনিয়নের যুবলীগ নেতা জুয়েল রানা,দেশবাসিকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়েছেন,ও সবার দোয়া চেয়েছেন।।।
Leave a Reply