ব্রাম্মনবাড়ীয়া নাসিরনগর ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে পত্যাশি মোঃ সফিকুল ইসলাম।
মোঃ মোশারফ হোসেন-প্রতিনিধি নাসিরনগর উপজেলা।
ব্রাম্মণবাড়ীয়া নাসিরনগর ধরমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সফিকুল ইসলাম,ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ৫ বারের সফল সভাপতি.দেশবাসির কাছে দোয়া ও সমর্তন কামনায় করেছেন ও বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন -ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা- কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না। আমি ব্যর্থ হলে, আমার যন্ত্রণা আমাকে একদম একাকী সইতে হবে, আমি চাই জনগনের পাশে থাকতে,জনগন আমাকে ভোট দেবে,জনগন আমাকে পাশ করাবে, আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে হলে আল্লহর উপর ভরসা রাখতে হবে। আমার চেষ্টা থাকবে জিততে আমাকে হবেই ইনশা আল্লাহ!।
তিনি আরো বলেন -আমি যখন সবাইকে ভালবাসতে পারবো, সবার কল্যাণে আমি কাজ করে যেতে পারবো- জীবনের প্রান্তিলগ্নে গিয়ে দেখবো মানুষের ভালবাসায় আমি একদম আকণ্ঠ ডুবে আছি!সেই বিশ্বাস আমার আছে,।আমি বিশ্বাস করি এরচেয়ে পরিতৃপ্তি জীবন আর কিছুতেই হতে পারে না!
পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ধরা যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়- ভালবাসা, দয়া, আন্তরিকতা। সেই আন্তরিকথার সাথে আমি ১৩নং ধরমন্ডল ইউনিয়নের জনগনের কাছে দোয়া ও সমর্তন, ভালবাসা কামনা করছি।।
Leave a Reply