ব্রাহ্মণ বাড়ীয়া নাসিরনগরে একতা যুব সংস্থার সভাপতি মোঃ জুনাইদ আহাম্মেদ এর শুভ জন্মদিন।
মোঃ মোশারফ হোসেন-নাসিরনগর।
ব্রাহ্মণ বাড়ীয়া নাসিরনগর ধরমন্ডল ইউনিয়নের সাদা মনের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একতা যুব সংস্থার সভাপতি মোঃ জুনাইদ আহাম্মেদ এর শুভ জন্মদিনে তার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু পরিবারকে সাথে নিয়ে জন্মদিন পালন করেন।
জন্মদিনে আমন্ত্রন মেহমান হিসেবে রয়েছেন.মোঃ সাইফুল ইসলাম (সোহান) যুগ্ন সাধারন সম্পাদক বনানী থানা ছাত্র লীগ,ঢাকা মহানগর উত্তর।
সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক কন্ঠ শিল্পী মোঃ মোশারফ হোসেন,একতা যুব সংস্থার আগামী প্রজন্যের সাংস্কৃতিক সম্পাদক, নিউজ৭১, নিজস্ব প্রতিবেদক,গণ প্ররজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিতো, ঢাকা নিউজ২৪,।। মোঃসুলতান মাহমুদ সুজন.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনোমুদিত একতা যুব সংস্থার দপ্তর সম্পাদক,ও তার প্রিয় বন্ধু মোঃ জাকারিয়া আহাম্মেদ.একতা যুব সংস্থার কার্যকরি সদস্য,ও তার বন্ধু বর্গ।
মোঃ জুনাইদ আহাম্মেদ সবাইকে উদ্দেশ্য করে বলেন,
আসসালামু আলাইকুম।🤝
গতকাল ১ই জানুয়ারী ২০২১ আমার জন্মদিন ছিল,
আমার জন্মদিনে সবার এত বেশি ভালবাসায় সত্যিই আমি অভিভূত।
জীবনের আরো একটি বসন্ত অতিক্রম করলাম।
আমার জন্মদিনে যারা আমাকে ভালোবেসে বিভিন্ন-ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষ করে আমার প্রিয়জন,বড় ভাই,ছোট ভাই, সহপার্ঠী,শুভাকাঙ্ক্ষী বন্ধু আপনাদের সবার দোয়া আমার আগামীর পথ চলাকে আরো সুদৃঢ় করবে,ইনশাআল্লাহ।
আপনাদের এই ভালবাসা,স্নেহ ও মমতার প্রত্যুত্তরে আমার নিজেকে ভাগ্যবান ভাবা ছাড়া.আর আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকা ছাড়া প্রতিদানে তেমন কিছুই দেওয়ার সাধ্য আমার নাই। যদিও মহামারী করোনা ভাইরাসের কারনে বিশ্ব অর্থনৈতিক অবস্থা এবং মানুষের জীবনাবস্থা স্তগিত।তবুও সকলকে আমার হৃদয়ের ক্যাম্পাস থেকে নববর্ষের শুভেচ্ছা রইল।
গত পহেলা জানুয়ারী শুক্রবার রাত ১০টায় আমার জন্ম দিনে এসে আমাকে কেক কেটে খাওয়ানোর জন্য সবার প্রতি আমার মন ভরা অপরন্ত ভালোবাসা রইলো, স্থান,কেফে সিয়াম হোটেল,,১৩৯, আর কমিশন রোড গোপীবাগ ঢাকা,।তবে আপনাদের সবার জন্য রহিল আমার অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও কৃতজ্ঞ জানিয়েছে সবার কাছে।।
Leave a Reply