সাইফুল ইসলাম জিহাদ, নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার-চরফ্যাশন সদর সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে বিকৃত মাথার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক মা৷ সন্তানটি মৃত জন্মগ্রহণ করেছেন৷ বর্তমানে মা সুস্থ আছেন৷
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১ ঘটিকার সময় চরফ্যাশন সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতালে লালমোহন পৌরসভা ১নং ওয়ার্ড সৌসিক বড়ির মোঃ সুমনের স্ত্রী, লিমা বেগম (২২) ডাঃ শাহিন আরা আহমেদ ও সহকারী নাজমা বেগম এর তত্বাবধানে এ কন্যা শিশুর জন্ম দেন৷
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ শাহিনারা আহমেদ জানান, নবজাতক কন্যা শিশুটি নরমাল ডেলিভারির মাধ্যমে মৃত জন্মগ্রহণ করেছেন৷ নবজাতকের মা লিমা বেগম বর্তমানে সুস্থ আছেন৷
নবজাতকের বাবা মোঃ সুমন জানান, এটাই আমার প্রথম সন্তান ছিল, সে যেমন আকৃতির’ই জন্মগ্রহণ করেছে যদি বেঁচে থাকতো তা হলে অনেক আনন্দিত হতাম৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, হাসপাতাল থেকে মৃত সন্তানকে নিয়ে তাদের পরিবার তাদের নিজ বাড়ি লালমোহনের উদ্দেশ্য রওনা দিয়েছেন পরিবারটি৷
Leave a Reply