আছিফুর রহমান জুয়েল
ভোলা জেলা প্রতিনিধি।
শুক্রবার (৬ নভেম্বর) আছর নামাজের পরে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করেন ভোলার লালমোহনের কালমা ইউনিয়নের ওলামা- মাশায়েখ বৃন্দ।
সমাবেশ টি ইউনিয়নের সবগুলো মসজিদ মাদ্রাসা হতে বের হয়ে ডাওরী বাজারের মধ্যে বাজারে এসে সবাই সমবেত হয়।
দল মত নির্বিশেষে সব মুসলিম সমাবেশে অংশগ্রহণ করে ।এখানে ফ্রান্সের পন্য বয়কট এর জন্য ঘোষণা দেওয়ার জন্য সরকার এর কাছে আবেদন করা হয়।
উল্লেখ্য এখানে বক্তব্য রাখেন ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম গন, আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা আবদুল হাই,ও প্রাধান শিক্ষক হযরত দেউলা রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মোস্তফা কামাল,ডাওরী হাট ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ ফজলুল হক, ও সহ আরো ওলামায়ে কেরামগণ তাওহীদি জনতা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
Leave a Reply