মাধবপুরে ২৪৪ শিশু পরিবারের মাঝে শিশু উন্নয়ন প্রকল্পের ত্রাণ বিতরণ হৃদয় এস এম শাহ্-আলম হবিগঞ্জ জেলা প্রতিনিধি। হবিগঞ্জ মাধবপুরের সুরমা চা বাগানে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প মহঝিলের উদ্যোগে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ২৪৪ চা বাগান শিশু পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে । বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল হোসেন খান । রবিবার সন্ধায় মহঝিল মিশন প্রাঙ্গনে ত্রান বিতরণ ও নব নির্বাচিত চেয়াম্যান বাবুল হোসেন খানের সংবর্ধনার আয়োজন করে মহঝিল শিশু উন্নয়ন প্রকল্প । রুবেন কিসকুর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজাহানপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল হোসেন খান , সুরমা চা বাগান সহকারী ব্যাবস্থাপক অপু দত্ত, সাংবাদিক শংকর পাল সুমন, আয়ূব খান , সুদর্শন পান তাতী ও প্রকল্প ব্যাবস্থাপক দুর্লোভ দিব্রা মান্না প্রমূখ ।পরে শিশু পরিবারের মাঝে ত্রান সামগ্রী চাল ,ডাল , আলু ,তেল ,সাবান, মাক্স ও ব্যাগ বিতরণ করা হয় ।
-
Update Time :
রবিবার, ৮ নভেম্বর, ২০২০
-
৯৪
Time View
হৃদয় এস এম শাহ্-আলম হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জ মাধবপুরের সুরমা চা বাগানে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প মহঝিলের উদ্যোগে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ২৪৪ চা বাগান শিশু পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে । বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল হোসেন খান । রবিবার সন্ধায় মহঝিল মিশন প্রাঙ্গনে ত্রান বিতরণ ও নব নির্বাচিত চেয়াম্যান বাবুল হোসেন খানের সংবর্ধনার আয়োজন করে মহঝিল শিশু উন্নয়ন প্রকল্প । রুবেন কিসকুর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজাহানপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল হোসেন খান , সুরমা চা বাগান সহকারী ব্যাবস্থাপক অপু দত্ত, সাংবাদিক শংকর পাল সুমন, আয়ূব খান , সুদর্শন পান তাতী ও প্রকল্প ব্যাবস্থাপক দুর্লোভ দিব্রা মান্না প্রমূখ ।পরে শিশু পরিবারের মাঝে ত্রান সামগ্রী চাল ,ডাল , আলু ,তেল ,সাবান, মাক্স ও ব্যাগ বিতরণ করা হয় ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply