রাস্তায় অনিয়মে গাড়ী চলছে ৮নাম্বার ইপিজেড টু সাইনবোর্ডের বাস।
নিজস্ব প্রতিবেদক -মোঃ মোশারফ হোসেন।– ঢাকায় গবতলী লিংক ইপিজেড টু সাইনবোর্ড (৮)মিনিবাস মালিক সমিতি গাড়ীটি অনিয়মে গাড়ী চালাচ্ছে ড্রাইবার রা,তাদের সাথে জোরকোশল কোনো যাত্রি দেখাতে পারে না।.গাড়ীর কন্টেকটাররা যা বলে যাত্রিদের তাই শোনতে হয় কারন কর্ম করতে হলেতো করমস্তলে যেতেই হবে,.ড্রাইভার হেল্পার লোকাল গড়ীটিকে সিটিং সার্বিস বলে যাত্রিকে গাড়ীতে উঠায়, আবার রাস্তায় রাস্তায় যাত্রী উঠায়.এরি মাজে যদি কোনো যাত্রি বলে কি হলো সিটিং এর ভাড়া নিয়েছো একন আবার রাস্তায় জাগায় জাগায় গাড়ী দার করিয়ে যাত্রী ডাকছো কেনো, যাত্রীরা সাড়া জীবন এভাবে গাড়ীতে বিরক্তিকর হয়ে চিল্লাতে হচ্ছে তার পর ও গাড়ীর ড্রাইবারদের কোনো নিয়ম হচ্ছে না।গাড়ীর মালিকরা তাদেরকে গাড়ী দিয়ে রেখেছে ড্রাইবাররা যেইভাবে পারে সেইভাবেই তাদের মন মতো করে রাস্তায় গাড়ী চালাচ্ছে,২০২১/ ৩ ই জানুয়ারী সকাল ৯.৩০মিনিটে একটি ৮নাম্বার গাড়ী যাত্রাবাড়ী স্টান্ডে দারিয়ে যাত্রী ডাকছে,একটি যাত্রী এসে গাড়ীর হেল্পারকে বল্ল মতিঝিল যাবো,ছেলেটিকে হেলপার বল্ল এটা ডাইরেক্ট গবতলীর বাস,অতছ এইটা হলো ৮ নাম্বার লোকাল বাস,এই বাসের কোনো নির্দারিতো কাউন্টার নেই,হেলপার ড্রাইভার রা কাউন্টার ছারা ই মানুষের কাছ থেকে ডাবল ভাড়া নিয়ে লোকালের মতো ব্যবোহার করে সিটিং সার্বিস বানিয়ে পেলেছে।ছেলেটির অফিস টাইম ছিলো সকাল ১০টায়, গাড়ীর হেল্পার বল্ল এইটা ডাইরেক্ট গাড়ী.এইটা মতিঝিল যাবেনা, এইটা কারন বাজার গাবতলি যাবে,ছেলেটি বল্ল এইটাতো লোকাল ৮নাম্বার গাড়ী তুমিতো একানে দারিয়ে যাত্রি ডাকছো,যদি তুমার গাড়ী সিটিং হতো তাহলে তোমাদের কাউন্টার থাকতো, ছেলেটি আরো বল্লো আমার অফিসের সময় চলে যাচ্ছে আমি এটা দিয়েই যাবো,আর তারাতারি না গেলে আমার চাকরি থাকবে না,ছেলেটি সে কথা বলার পরে কন্টাক্টার ছেলেটিকে অন্য একটি গাড়ী দেখিয়ে দিলো, ছেলেটি বল্ল না সেটা অন অন্য ধিকে যাবে আমি এই গাড়ী দিয়েই যাবো ড্রাইবার কোনো কথা বল্লো না শুধু শোনেই যাচ্ছে,তারপর ছেলেটিকে গালাগালী করে গাড়ীতে আর যেতেই দিলো না, এভাবেই চলছে লোকাল বাসের কন্টাক্টারের ব্যবোহার। ৩ ই জানুয়ারী এইদিন অন্য একটা ৮নাম্বার গাড়ী কারন বাজার থেকে যাত্রি উঠায় সাইনবোর্ডের কথা বলে,গাড়ীতে লেখা রয়েছে সাইনবোর্ড যাবে অতছো যাত্রিকে যত্রাবাড়ী নামার কথা বলে কন্টাক্টার,যাত্রি বল্ল আমি সাইনবোর্ড যাবো হেলপার বলে গাড়ী আর যাবে না,অতছো যাত্রির কাছ থেকে সাইনবোর্ডের ভাড়া নেওয়া হয়,যাত্রী বল্ল বাকী টকা ফেরত দেন,,যাত্রী হেল্পারের কাছে টাকা চাওয়ার কারনে হেল্পার যাত্রীর গায় হাত তোলে,গাড়ী যাত্রীরা সবাই সবার যার যার স্থানে নেমে যাওয়ার কারনে গাড়ীতে আর কোনো যাত্রী চিলো না,সাইনবোর্ড যাত্রীর সাথে ছিলো তার স্ত্রি আর তার শিশু বাচ্ছা,হাতে ব্যগে কিছু মালসামানা,অবসেষে বাকী টাকা যাত্রীকে ফেরত দিলোই না,কোনো মানুষ গাড়ীতে থাকলে হয়তো কেউ প্রতিবাদ করতো,কেউ নেই বলে যাত্রী আর কথা না বারিয়ে টাকা না নিয়ে চলে যায় অন্য গাড়ী খুজতে,।এভবাবেই চলেছে ঢাকা ৮নাম্বার গাড়ীর চালকদের গাড়ী চালানো।।গাড়ীর নাম্বার ১১-৯৪০২ ঢাকা মেট্রো-ব।।
Leave a Reply