সাব্বির হোসেন শরনখোলা প্রতিনিধি ঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২০ পালিত হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি,খেলাধুলা ইত্যাদি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯ টায় উপজেলার তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজ মাঠে র্যালি, খেলাধুলা,অনুষ্ঠিত হয়।এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাউথখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, বিশেষ অতিথি ছিলেন, তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মানিক চাদ রায়। বিশেষ অতিথি ছিলেন, তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচীব শহিদুল ইসলাম খান, শিক্ষক ও সাংবাদিক নজরুল ইসলাম আকন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাজীব। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তাফালবাড়ি পুলিশ ফাড়ি ইনচার্জ ওয়াহিদুজ্জামান, সিনিয়র শিক্ষক হাফিজা বেগম, শিক্ষক বেল্লাল হোসেন, ইউ,পি সদস্য সাইফুল ইসলাম হালিম শাহ্, মোঃ ওবায়দুল হক, সাংবাদিক শেখ নাজমুল ইসলাম প্রমূখ।
১৫০ জন নারী, পুরুষ ও শিশু অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিডিডি ও সিবিএম এর ফিল্ড কো- অর্ডিনেটর এ্যাড ওয়াড কে এইচ বাবুল। অন্যান্য সহায়তায় ছিলেন, কমিউনিটি ফ্যাসিলেটেটর সোনিয়া আক্তার, বেল্লাল হোসেন।
সাউথখালী ইউনিয়ন
পরিষদ,শরণখোলা উপজেলা প্রশাসন,সিডিডি এবং সিবিএম এর সহযোগীতায় সততা, সোনালী সকাল এবং আমাদের স্বপ্ন স্ব- সহায়ক দলের আয়োজনে এ অনুষ্ঠান প্রচারিত হয়।
Leave a Reply