• Uncategorized

  শুধু আবাসিক নয় নোবিপ্রবির অনাবাসিক শিক্ষার্থীরাও পাবে করোনা ভ্যাক্সিন

    প্রতিনিধি ৭ জুলাই ২০২১ , ৪:১৯:৪৯ প্রিন্ট সংস্করণ

  রিয়াদুল ইসলাম,নোবিপ্রবি প্রতিবেদক

  আপনি কি সাংবাদিক? বাজেটের মাঝে প্রফেশনাল অনলাইন নিউজ পোর্টাল বানাতে চাচ্ছেন? তাহলে Coder Boss হতে পারে আপনার গর্বিত সহযোগী। বাজেটের মাঝেই প্রফেশনাল অনলাইন নিউজ পোর্টাল বানাতে যোগাযোগ করুন Coder Boss এর সাথে।   Coder Boss এর ফেসবুক পেইজ লিংকঃ https://facebook.com/CoderBossBD

  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) আবাসিক-অনাবাসিক সকল শিক্ষার্থীদের করোনার ভ্যাক্সিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

  ৬ই জুলাই( মঙ্গলবার) এক অনলাইন সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.ফারুক উদ্দিন,প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও হল প্রভোস্টবৃন্দের উপস্থিতে ভ্যাক্সিন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

  সিদ্ধান্তগুলোঃ

  ১.সকল শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় আনা।

  ২.যেসকল শিক্ষার্থীদের NID আছে তাদের NID এর কপি সংযুক্ত করে নিজ নিজ সংযুক্ত হলের ইমেইল আইডিতে আগামী ১২/০৭/২০২১ নিম্নে উল্লেখিত ছক অনুযায়ী তথ্য প্রেরণ করা।

  ৩. যেসকল শিক্ষার্থীদের NID নেই তাদের provisional NID/Birth registration/University ID কপি সংযুক্ত করে নিজ নিজ সংযুক্ত হলের ইমেইল আইডিতে আগামী ১২/০৭/২০২১ নিম্নে উল্লেখিত ছক অনুযায়ী তথ্য প্রেরণ করা।

  ৪. ৩ নং ক্রমিকের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিভিল সার্জন/স্বাস্থ্য মন্ত্রনালয়/শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন এবং শিক্ষার্থীকে উক্ত সিদ্ধান্তের আলোকে অপেক্ষা করা।

  তথ্য পাঠানোর ছক:

  ১.বিশ্ববিদ্যালয় রোল/আইডি:

  ২.শিক্ষার্থীদের নাম.

  ৩.NID/provisional NID/Birth registration (NID থাকাদের ক্ষেত্রে NID নাম্বার প্রদান বাধ্যতামূলক):

  ৪.মোবাইল নাম্বার:

  ৫.কক্ষ নং(হলে বসবাসরত শিক্ষার্থীদের ক্ষেত্রে)

  ৬.আবাসিক/অনাবাসিক: আবাসিক হলে আবাসিক অনাবাসিক হলে অনাবাসিক লিখা

  বি.দ্র: ১. হল প্রভোস্টগণ নিজ নিজ ব্যবস্থাপনায় ইমেইল আইডি প্রদান করার ব্যবস্থা করবেন এবং

  ২.ইতোমধ্যে যে সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছে তাদের তথ্য প্রেরণের প্রয়োজন নেই।

  যেসব ইমেইলে তথ্য পাঠাবে:

  ভাষা শহীদ আব্দুস সালাম হল:ash@office.nstu.edu.bd

  হযরত বিবি খাদিজা হল : provost.bkh@office.nstu.edu.bd

  বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল: muh.nstu@gmail.com

  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: bfh2nstu@gmail.com

  আরও খবর

  Sponsered content