৯নং নোয়াপাড়া ইউপি যুবলীগ নেতার বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন ।
হৃদয় এস এম শাহ্-আলম হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
সংগ্রাম ঐতিহ্য ও গৌরবের বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৯নং নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সদস্য ও সত্যের সন্ধানে বিভিন্ন পত্রিকার কলম যোদ্ধা ,, শাহপুর নতুন বাজার
নিউ মর্ডান সমাজ কল্যান ক্লাব-এর ক্যাশিয়ার
মোঃ হাউশ মিয়া-মোছাম্মদ মাসুদা আক্তার (হ্যাপি) বেগমের প্রথম বিবাহ বার্ষিকীতে নানা শ্রেনী পেশার মানুষের অভিনন্দন। ১৮ নভেম্বর (সোমবার) ২০১৯ সালের এই দিনে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধন হন তারা। দেখতে দেখতে কেটে গেছে ১টি বছর।
দাম্পত্য জীবনে এখন পযন্ত সন্তানের জনক-জননী হতে পারেননি তারা। স্ত্রী ও মা বিহীন পরিবারের সবাইকে নিয় সুখের সংসার তাদের।
বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন হাউশ মিয়া নিজেই। আর – হাউশ মিয়া ও মাসুদা আক্তার হ্যাপিকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক একুশের কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ জুয়েল আহমেদ এবং অন্যঅন্য নেতৃবৃন্দ ।
জানা যায়, মাধবপুর উপজেলা ৯নং নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের বাসিন্দা মোঃ নূরুল ইসলাম এবং মাতা মৃত মোছাম্মদ সৈয়দ বানুর তৃতীয় পুত্র মোঃ হাউশ মিয়ার সাথে পার্শ্ববর্তি ১০নং ছাতিয়াইন ইউনিয়নের শিমূলঘর গ্রামের মৃত মুতিউর রহমান মোল্লা এবং মাতা মোছাম্মদ জয়তুন্নেছা ভূইয়া বেগমের ৫ম কন্যা মোছাম্মদ মাসুদা আক্তার হ্যাপির সাথে ২০১৯ সালের ১৮ নভেম্বর বিবাহ অনুষ্ঠিত হয়। বর বাড়ির আঙ্গিয়ায় বৌ ভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক সংগঠন নেতাকর্মী সহ বিভিন্ন পেশার পেশার মানুষের মিলন মেলা বসে।
Leave a Reply