লালমনিরহাট: কুমিল্লার মুরাদনগরে ফেসবুকে গুজব তৈরি করে হিন্দুদের বাড়ি ঘর ও মন্দিরে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ মহিলাদের শ্লীলতাহানি ও পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে মিথ্যা ধর্ম অবমাননার অজুহাতে ষড়যন্ত্রমূলকভাবে হিন্দু শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে এবং সকল সাম্প্রদায়িক হামলার বিচারের দাবিতে (৭ নভেম্বর) শনিবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
কালীগঞ্জ উপজেলার সামনে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ লালমনিরহাট জেলা শাখা ও বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ কালীগঞ্জ শাখার যৌথ আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
অধার কুমার রায় এর সভাপতিত্বে এসময় মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা সনাতন ধর্ম পরিচলনা কমিটির সভাপতি অরুণ কুমার দাস। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি দীপঙ্কর রায়, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বর্মন, সদস্য সঞ্জয় অদিকারি। যুব পরিষদের লালমনিরহাট জেলা শাখার আহবায়ক জগৎনাথ রায়, যুগ্ম আহবায়ক অনুকূল রায়।
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের লালমনিরহাট জেলা শাখার সভাপতি দীপঙ্কর রায় বলেন, কেউ কেউ ধর্ম অবমাননার প্রমানিত হলে তার দায় ভার কখনো তার পরিবার বা পাড়া প্রতিবেশ বা উপসনালয়গুলোর নয়। কোন শিক্ষাথীকে বহিষ্কার করার আগে তদন্ত করা উচিত। এসব বন্ধ না হলে পরবর্তী কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
এসময় বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এর নেতা-কর্মীসহ প্রায় অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিটিতে অংশগ্রহণ করেন।
Leave a Reply