পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ স্লোগান সামনে রেখে বিডি ক্লিন-ঈশ্বরগঞ্জের ১৫ তম ইভেন্ট সম্পন্ন হলো আজ।
পরিষ্কার–পরিচ্ছন্ন উপজেলার রোল মডেল হিসেবে বাংলাদেশের বুকে ঈশ্বরগঞ্জ কে তুলে ধরতে কার্যক্রম পরিচালনা করেছে বিডি ক্লিন-ঈশ্বরগঞ্জ।
আজকের ইভেন্ট পালিত হয় ঈশ্বরগঞ্জ রেলস্টেশন ও এর আশপাশের এলাকায়। কর্মসূচির শুরুতেই শপথবাক্য পাঠ করান রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান। শপথবাক্য পাঠ শেষে বিডি ক্লিনের সদস্যরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মুখে মাস্ক, হাতে ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন। বিডি ক্লিনের সদস্যরাও কাজ করার ফাঁকে ফাঁকে পথচারী ও ব্যবসায়ীদের সচেতন হওয়ার পরামর্শ দেন।
বিডি ক্লিন-ঈশ্বরগঞ্জের আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক ইশতিয়াক আহমেদ ইসহাক বলেন, ছোট্ট একটি সংগঠন বিডি ক্লিনের মাধ্যমে তরুণদের প্রচেষ্টায় যদি দেশের এতগুলো স্থান চকচকে পরিষ্কার করা সম্ভব হয়, তবে এ দেশের সব রাজনৈতিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক, সরকারি-বেসরকারি ও বিভিন্ন সেবামূলক সংগঠনের মাধ্যমে এক দিনেই পুরো দেশকে পরিষ্কার করে পরিচ্ছন্ন বাংলাদেশ ঘোষণা করাও সম্ভব।
বিডি ক্লিন-ঈশ্বরগঞ্জের উপজেলা সমন্বয়ক মোঃ সোহেল মিয়া পথচারী ও উৎসুক জনতার উদ্দেশ্যে বলেন, এ দেশের প্রত্যেক মানুষকে রোগজীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে সুস্থভাবে বাঁচাতে আসুন পরিচ্ছন্ন মানসিকতা গড়ে তুলি, পরিহার করি যত্রতত্র ময়লা ফেলার নোংরা অভ্যাস, গড়ে তুলি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত সোনার বাংলাদে।
Leave a Reply