ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় করোনার দুর্জোগ মুকাবলায় করোনার প্রথমদিকে ইউনিয়ন ভিত্তিক সেচ্ছাসেবক নিয়োগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। করোনার প্রথম ধাপে সেই সেচ্ছাসেবকরা মানুষকে সচেতন করেছে। পিপিই পরে অসহায় মানুষের বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করা সহ আরো বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। সম্ভাব্য করোনার দ্বিতীয় ধাপকে কিভাবে মুকাবলা করা যেতে পারে এ বিষয়ে উপজেলা হলরুমে ২৩ নভেম্বর দুপুরে সেই করোনা যোদ্ধা সেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় করেন ১৫৩ ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ সদস্য ফখরুল ইমাম।
মতবিনিময় সভায় সভাপতি হিসাবে ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভিন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাদির, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ নূরুল হুদা খান, জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম খান সূরুজ।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।
সেচ্ছাসেবকদের মাঝে উপস্থিত ছিলেন; রেজাউল করিম রাজু সাখাওয়াত হোসেন, ইসতিহাক আহাম্মেদ ইসহাক, শাহরিয়ার আলম আকাশ, মাছুম বিল্লাহ, শেখ মাহমুদ নানক, আবু কায়সার পিয়েল, ফয়সাল আহমেদ, মোঃ পারভেজ, আনার কলি বিজয়া, হারিফা সুলতানা পলি, জিন্নাত আফ্রিন জয়া, সুবর্ণা মুস্তফা শুভা, চাঁন মিয়া, পারভেজ, মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply