আঃজলিল(বিশেষ)প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় আটঘোরা গ্রামের জ্যোতি রানী নামে এক সদ্য বধু আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর ) সকালে ঘরের মধ্যে শাড়ি গলায় পেচিয়ে আত্নহত্যা করেছেন।
নিহতের জ্যোতি রানী (২০) তালা উপজেলার কাটবুনিয়া গ্রামের সুকমার মন্ডলের মেয়ে।
নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, জ্যোতির গত ৫ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আটঘোরা গ্রামের রাজীব দাশের সঙ্গে। এর আগে জ্যোতি ভারতে থাকতেন এবং জ্যোতি কে ধর্ষণ করা হয়েছে বলে একটি মামলা দায়ের করে ছিলেন জ্যোতির মা ও বাবা একই এলাকার একটি যুবকের নামে একান থেকে কয়েক বছর আগে
এলাকা বাসির কাছ থেকে আরো জানা যায় যে জ্যাতির বড় বোন বিউটি তিনি ও ভারতে আত্মহত্যা করে মারা গিয়েছেন।
এ বিষয়ে তালা থানার অভিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ও অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply