ব্রাম্মণবাড়ীয়া নাসিরগরে বেড়েছে ইয়াবার ব্যবসায়িক।
মোঃ মোশারফ হোসেন,প্রতিনিধি নাসিরনগর উপজেলা।
ব্রাম্মণবাড়ীয়া নাসিরনগরে ব্যবসায়ীকরা বুক ফুলিয়ে ব্যবসা করতেছে ইয়াবার৷
নষ্ট হচ্ছে শতো শতো দরিদ্র যুবক ছেলেরা,তাদের হাতে তুলে দিচ্ছে ইয়াবার ট্যবলেট এই বয়সে যুবক ছেলেদের হাতে থাকার কথা সাহসিকতার কলম,কলম না দিয়ে তাদের হাতে হাতে তুলে দিচ্ছে গাজা মদ ইয়াবার ট্যবলেট, তাদের কেউ বাধা দিচ্ছে না, বুক ফুলিয়ে রাস্তাগাঠে ব্যবসা করছে ছেলেরা,
এগুলো পরছেনা কারো চোঁখে,এগুলো মিডিয়ার চোখে পরেনা, মিডিয়া যখন আসে তখন আগথেকেই ইয়বার ব্যবসায়ীকরা সাবধান হয়ে যায়,
ইয়াবা গাজা মদ চুড়েপরেছে সাড়া গ্রামে কার হাত যেনো লেগে আছে তাদের সাথে, যে কোনো বড় হাত লেগে আছেই বলে পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না,
দিন দিন শুধু বেড়েই চলেছে নেশা মাতাল ছেলেরা, বেশ কয়দিন আগের ঘঠনার কথা ই প্রমান,ধরমন্ডল যুবলীগ নেতা জুয়েল রানা র নামে একটি ছেলে নেশা অবস্তায় চায়ের সাথে নেশার ট্যবলেট মিক্স করে খেয়ে মুখে যা এসেছে তাই বলেছে,জুয়েল রানাকে মিত্য অপবাদ দিয়েছে, যদি এলাকায় নেশার ট্যবলেট না থাকতো তবে তারা নেশা করতনা, পাশে পেয়েছে বলেই তারা নেশা সেবন করতেছে।।
Leave a Reply