ব্রাম্মণবাড়ীয়া নাসিরনগরে কাচামাল মুদি ব্যবসায়ীকের দুখ্য প্রকাশ।
মোঃ মোশারফ হোসেন, প্রতিনিধি নাসিরনগর উপজেলা।
মোঃ তয়োব আলি বলেন বাজারে মালের দাম বেরেছে বলে তাদের লাভের সংখা কমে যাচ্ছে, সারাদিন ব্যবসা করে সিমিতো ইনকামে তাদের সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে বলে জানিয়েছে।
আরো বলেছেন মালের দাম না কমলে আমরা ব্যবসা করে কি করবো, মাছ বজারে গেলে মাছের দাম বেশি,বিভিন্য কাচাঁ মাল তরকারি কিনতে গেলে তরকারির দাম বেশি,
আমরা আরো জানতে পারি,এইভাবে মালের দাম বারতে থাকলে আমাদের মতো গরিব মানুষেরা বেচে থাকাটা অনেক কষ্টের ব্যপার।
মুদির দোকানদার বিল্লাল বলেন,করোনার সময় আমাদের ব্যবসা মোটামোটি ভালো চিলো, একন বাজারে ব্যবসা অনেকটাই কমে গেছে, লছে আছে বলে জানিয়েছেন। আরো বলেন করোনার জন্য কাষ্টমারের পকেটে টাকা নেই,টাকা তাকলেতো তারা আমাদের কাছ থেকে সদাই কিনবে।
করোনা একনো অনেক রয়েছে, তারপরেও বাজারে মানুষ মাস্ক ব্যবোহার না করে শতো শতো মানুষ চলাফেরা করতছে। এলাকায় কোনো আইনের শাসন হচ্ছে না।।।
Leave a Reply