আওয়ামী লীগ এর প্রতিনিধি বি এন পির ভোট চেয়েছেন কেনো দলিয় যুবলীগ নেতা জুয়েল রানার অভিযোগ।
মোঃ মোশারফ হোসেন-প্রতিনিধি নাসির নগর।
ব্রাম্মণবাড়ীয়া নাসির নগর ১৩নং ধরমন্ডল ইউনিয়নে গত ২ জাতিয় নির্বাচনে আওয়ামী লীগ এর চেয়ারম্যান মোঃ বাহার উদ্দীন চৌধুরী বি এন পি র কমিটির সাথে হাত মিলিয়ে ভোট চেয়েছেন বি এন পি র জন্য ৭১ নিউজ বিডি ডট কম এর প্রতিনিধির কাছে অভিযোগ করেছেন যুবলীগ নেতা জুয়েল রানা।
জুয়েল রানা বলেন, গত ২ জাতীয় নির্বাচনে আওয়ামীগের প্রতিনিধি হয়ে বি এন পি র ভোট চান এখন আবার আওয়ামী লীগের চেয়ারম্যান এর প্রতিনিধি নিতে চান কেনো,নাকি এক ধিকে দল করবেন আরেক ধিকে বি এন পি র সাথে সাথে থেকে তাদের পেট ভরাবেন, এখন কোন হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার চেষ্টা করছেন।
পর পর কয়েক বার আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় কাজ করে,দলের বিরুদ্ধে অবস্থান নিয়েও নিজের স্বার্থ হাসিলের জন্য নৌকা মার্কাকে পূঁজি করে অপরাধ জগতের সম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেষ্টা করে যাচ্ছেন,
বাহার উদ্দিন চৌধুরী ওনি হয়তো জানেন না, ধরমন্ডলের জনগণ মিথ্যা কথার ফুল-জুরিতে আর বিশ্বাস করেন না।
প্রচারণা চালান ভালো কথা, সেটা নৌকার জন্য না হোক।
ধরমন্ডলের প্রতিটি আওয়ামী পরিবার জানেন, আপনি ধানের শীষের ভোট চেয়েছেন। হাজারটা প্রমাণও আছে আমাদের কাছে।
নতুন করে নৌকা মার্কার আশা করে নিজের ব্যক্তিত্বকে এভাবে হরণ করবেন না।
ফান্দাউক থেকে ঘুরে এসে এড.ছায়েদুল হক সাহেবের সাথে দেখা করে আসছি, এই গল্পের দিন শেষ । ধরমন্ডলের জনগণ এখন সবকিছু বাস্তবতায় বিশ্বাসী । ভেল্কিবাজি সবকিছুই বুঝে।বুজাবুজির দিন শেষ নৌকার বাংলাদেশ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
Leave a Reply