ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গাজাসহ আটক ১,
স্টাফ রিপোর্টার মোঃমোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া,
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গাজা গাছ সহ সহিদ মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ,বিহস্পতিবার দুপুরে উপজেলার মনিউন্দ ইউনিয়েনের সিমান্ত এলাকায় নোয়ামোড়া গ্রামে অবিযান চালিয়ে তাকে আটক করে আখাউড়া থানা পুলিশ, সহিদ মিয়া আখাউরা থানার মনিউন্দ নোয়ামোরা এলাকার তালিকা ভুক্ত মাদক সম্রাট ব্যবসায়ী একাধিক মামলার আসামী আনোয়ার মিয়ার বাবা,আনোয়ার নাজো হত্যার মামলার উন্নতম পলাতক আসামী, আখাউড়া থানার কর্মকর্তা ভারপাপ্ত রসুল আহাম্মাদ নিজামী বলেন আটককিতো ব্যাক্তি সবজীর জমিতে সবজী গাছের সাথে গাজা গাছের চারা রোপন করা রয়েছে, এমন সংবাদের বিত্যিতে অভিযান গাজা গাছ সহ তাকে আটক করে পুলিশ,সে গাজা ব্যবসা এবং সেবনের সাথে যুক্ত,তার বিরোদ্ধে আরো তত্য জানার চেষ্টা অব্যাহতো রয়েছে,তাকে মাদক আইনে ভ্রাহ্মমাণ আদালতে সাজা দেওয়া বিসয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।।
Leave a Reply